
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: চলচ্চিত্র জগতেও নতুন যুগের হাওয়া বওয়া যে শুরু হয়ে গিয়েছে মৃদুমন্দভাবে তা যেন সজোরে ঘোষণা করলেন ‘ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত পরিচালক শেখর কাপুর। চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন ‘মিঃ ইন্ডিয়া’র পরিচালক শেখর। জানালেন—তাঁর ছবির জন্য আর অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের দরকার নেই তাঁর! কারণ তিনি এখন নিজেই তারকা গড়ে তুলবেন, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্যে!
ওয়েভস সম্মেলনে (WAVES 2025)-এ বক্তব্য রাখতে গিয়ে শেখর কাপুর জানালেন, “আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-ই তৈরি করবে তারকা। শুধু অভিনেতা নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এমন চরিত্র বানানো যাবে যারা তারকার মতো আবেগ, ব্যক্তিত্ব ও ক্যারিশমা নিয়ে দর্শকের মনে জায়গা করে নেবে! আমি নিজের মনের মতো করে এমন একজন পুরুষ বা নারী চরিত্র তৈরি করব, যাকে দর্শক ভালবাসবে—এবং তার কপিরাইট থাকবে শুধু আমার কাছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজমাধ্যমের বহু প্রভাবী-ই আর মানুষ নন, কৃত্তিম বুদ্ধিমত্তাদিয়ে বানানো অবয়ব। তাহলে সিনেমার ক্ষেত্রেও কেন এমন হবে না? পরিচালক হিসাবে নিজের ছবির জন্য আর আমার অমিতাভ বচ্চনের প্রয়োজন নেই, আমি নিজেই তৈরি করব আমার অভিনেতা। শাহরুখ খানেরও প্রয়োজন নেই, কারণ আমার সিনেমায় আমি নিজেই গড়ে তুলব তারকা।”
এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন কৃত্তিম বুদ্ধিমত্তা-র সম্ভাবনাময় দিকটি সামনে এনেছেন শেখর, তেমনই অন্যদিকে সাবধানও করেছেন প্রযুক্তি নির্ভরতা নিয়ে। তাঁর মতে, “মানুষকে যে জিনিসটি কৃত্তিম বুদ্ধিমত্তা-র থেকে আলাদা করে তোলে, তা হল আবেগ এবং অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবন যেমন রহস্যময়, সিনেমাও তেমন—আর সেই রহস্যটাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”
উল্লেখযোগ্যভাবে, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজের মতো কালজয়ী সিনেমা পরিচালনা করেছেন শেখর কাপুর। সম্প্রতি তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।
এই বক্তব্য নিঃসন্দেহে বহু বিতর্কিত সেই প্রশ্নকে আরও উস্কে তোলে— কৃত্তিম বুদ্ধিমত্তা কি সত্যিই তারকাদের জায়গা নিতে পারবে?
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!